ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আইসিসিতে যাবে দ. আফ্রিকা

গাজায় মানবাধিকার কর্মীদের ওপর হামলাকে বেআইনি বলে ঘোষণা করেছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক এজেন্সি ইউএনআরডব্লিউএ বলেছে, অনুমোদিত একটি রুটে ত্রাণবাহী গাড়িবহরে গুলি করেছে ইসরাইলিরা। এরপরই ওই মন্তব্য করেন গ্রিফিথস। এরই মধ্যে গাজায় ইসরাইল যুদ্ধের নামে গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। এতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে। ওদিকে ইসরাইলের উত্তরাঞ্চলে যদি লেবাননের দক্ষিণ থেকে হামলা অব্যাহত থাকে তাহলে যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরাইলি একজন কর্মকর্তা। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন প্রত্যয় ঘোষণা করেন। ফিলিস্তিনি একজন দূত ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, গাজার মানুষকে ইসরাইল মৃত্যু অথবা বাস্তুচ্যুত হওয়ার অপশন দিচ্ছে।এরই মধ্যে তাদের হামলায় গাজায় কমপক্ষে ২১ হাজার ৫০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫৫ হাজার ৯১৫ জন।ফারাক আছে এমন ভিত্তিহীন তথ্য প্রচার করছে তারা। শুক্রবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, ত্রাণ সরবরাহে গ্যাপ পরার জন্য সরাসরি দায়ী ইউএনআরডব্লিউএ- এমন রিপোর্ট প্রকাশ করছে তারা। এসব খবর ইসরাইল এবং অন্য মূলধারার সংবাদ মাধ্যমগুলো লুফে নিয়ে তা প্রচার করছে। পক্ষান্তরে মানবিক ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে ইসরাইলি কর্তৃপক্ষই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।