অন্ধ জাহিদুলের প্রতিবন্ধকতা জয়!

লাইফস্টাইল ডেস্ক:আমাদের দেশে এমন অনেকেই আছেন, যারা জীবনটাকে এগিয়ে নিচ্ছেন প্রতিকূলতাকে অগ্রাহ্য করে। তারা প্রতিকূলতা বা প্রতিবন্ধকতা জয় করে পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়। এমনই একজন দৃষ্টিপ্রতিবন্ধী জাহিদুল ইসলাম। তিনি প্রচণ্ড ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েছেন। দু’টি চোখ না থাকলেও তার কোন অভিযোগ নেই। নিজের পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন। তার সংগ্রামী জীবনের গল্প শোনাচ্ছেন রিফাত কান্তি সেন- গ্রামের ছোট-বড় সবার মুখেই জাহিদুল ইসলামের গুণগান। বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাছিয়াখালী গ্রামে। তিনি একজন কোরআনে হাফেজ। ১৯৮২ সালে আবু তালেব ও লুৎফুন নাহারের ঘর আলোকিত করে জন্ম নেন তিনি। চার ভাই-এক বোনের মধ্যে দ্বিতীয়। তার বয়স যখন দুই, তখনই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।