লাইফস্টাইল ডেস্ক:হাসপাতালে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়ার সময় আপনি জীবাণু বয়ে আনতে পারেন। এই জীবানু থেকে হতে পারে ভয়াবহ অসুখ। এমন কিছু রোগ হতে পারে যাতে অ্যান্টিবায়োটিক কাজই করবে না।
সম্প্রতি এমনই এক গবেষণার কথা প্রকাশিত হয়েছে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে।
জানেন ডাক্তাররা কেন স্টেথোস্কোপ গলাতেই ঝুলিয়ে রাখেন?যে স্টেথোস্কোপ একজন চিকিৎসক ব্যবহার করেন তা থেকে এমন কিছু রোগ হতে পারে যাতে অ্যান্টিবায়োটিক কাজই করবে না।
নিয়ম অনুযায়ী, প্রত্যেকবার স্টেথোস্কোপ ব্যবহার করে তা পরিষ্কার করা উচিত। কিন্তু কার্যত তা কেউই করেন না। সাধারণত রোগীর চাপে এসব করা সম্ভব হয় না। এর ফলে ত্বকের সমস্যা, নিউমোনিয়া, এমনকি মূত্রনালীর সংক্রমণ (ইউটিআই) পর্যন্ত হতে পারে।
ভার্জিনিয়ার ‘ইনফেকশান কন্ট্রোল অ্যান্ড এপিডেমিওলজি’ সংস্থার প্রেসিডেন্ট লিন্ডা গ্রিন এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি এমনও বলেছেন যে, পর পর রোগী দেখতে গিয়ে স্টোথোস্কোপ জীবাণুমুক্ত রাখার কথা মাথায় থাকে না। কিন্তু, এটা নিজের হাত পরিষ্কার করার মতোই মনে গেঁথে নিতে হবে।
মন্তব্য