সরকার বিএনপিতে ভাঙন ধরাতে ব্যর্থ: সিলেটে শাহজাহান

নন্দিত সিলেট :  বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সরকার বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টাও করেছে। অত্যাচার-নির্যাতন ও জেল জুলুমের পরও খালেদা জিয়া সঠিক নেতৃত্বের কারণে তারা বার বার ভাঙনের চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছে।’ শুক্রবার বিকেলে কেন্দ্রীয়, মহানগর ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে সিলেট মহানগর বিএনপি। মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে তিনি আপসহীন নেত্রী। আর এই জন্যই তার ভয়ে ভীত হয়ে বর্তমান অবৈধ সরকার মিথ্যা ও প্রহসনের মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’ এজন্য তিনি আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণ জেগে উঠেছে। তাদের সমন্বিত আন্দোলনেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার। আর ওইদিনই হবে সরকারের শেষ দিন। তাদের পতন হবে।’ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দলের চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুর রকিব তুহিন প্রমুখ। মতবিনিময় সভায় মহানগর বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।