সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সুনামগঞ্জ প্রতিনিধি:বিআরটিসির বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়কে আজ সোমবার (৩ জুন) ভোর ৬টা থেকে শুরু হওয়া বাস মালিক ও শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টায় এ কর্মসূচি স্থগিত করা হয়। সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদের নেতা মুর্শেদ আলম বলেন, ‘প্রশাসনের আশ্বাস ও ঘরমুখি মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি না মানলে ঈদের পরে আবার কর্মসূচি দেয়া হবে। সুনামগঞ্জ সদর আসনের সাংসদ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জানান, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ ফোনে আমাকে ও জেলা প্রশাসককে তাদের কর্মসূচি স্থগিতের বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল রোববার রাত আড়াইটায় সুনামগঞ্জ শহরের পৌর বিপণীস্থ মালিক, শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে নেতৃবৃন্দ সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয়। এতে সোমবার ভোর থেকেই হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।