জগন্নাথপুরে দু'পক্ষের রক্তক্ষয়ী সংর্ঘষে আহত ১৫

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নারিকেলতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাব্বির মিয়া জগন্নাথপুর বাজারের যাওয়ার পথে একই গ্রামের লেবুর লোকজন তার উপর অতর্কিত হামলা চালায়। হামলা পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১৫জন আহত হয়।আহতদের মধ্যে সিরাজ মিয়া (৬০), লেবু মিয়া (৪০), আখকাছ মিয়া (৪২), সাব্বির মিয়া (৩০) লিটন মিয়া (৩৫), ছবির মিয়া (২৫), সুজন মিয়া (৪০), আক্কাছ আলী (৩৯), মালকাছ আলী (২৮), গোলাপ আলী (৬০) ও চানু মিয়াকে (২৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষে পর জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।