দোয়ারাবাজারে বসতঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজের ঘরের ভেতর থেকে আবিজ উদ্দিন নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আবিজ উদ্দিন দোয়ারাবাজার সদর ইউনিয়নের মাইজখলা গ্রামের মকসুদ আলীর ছেলে। শুক্রবার (৫জুলাই) সকাল ৮টার দিকে ওসি (তদন্ত) বেলায়েত হোসেনের নেতৃত্বে দোয়ারাবাজার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক দুজন হলেন- মাইজখলা গ্রামের মোমিন উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (৩৮) ও জসিম উদ্দিন (৩০)। স্থানীয়রা জানান- বাড়িতে ৩ টি ঘরের মাঝেরটা হচ্ছে আবিজ উদ্দিনের। পাশের দু ঘরে কোনো পুরুষ মানুষ নেই। শুক্রবার সকালে পাশের ঘরের মহিলারা দেখতে পান আবিজ উদ্দিনের ঘরের দরজা খোলা, কিন্তু শোয়া অবস্থায় তার মাথা দেখা যাচ্ছে। অনেক সময় পরও তার কোন সাড়াশব্দ না পেয়ে মহিলারা এগিয়ে গিয়ে আবিজ উদ্দিনের গলাকাটা মরদেহ দেখতে পান। এসময় পার্শ্ববর্তী প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল ৮ টার দিকে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। এদিকে লাশের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এলাকার মোমিন উদ্দিনের ছেলে মাইন উদ্দিন (৩৮) ও জসিম উদ্দিন পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসী জানান- লাশের পরিবার ও আটকদ্বয়ের পরিবারের মধ্যে পুকুরের মাছ চুরি নিয়ে বিরোধ চলছিল। গত কয়েকদিন আগে আটকদ্বয়ের পক্ষ আবিজ উদ্দিনের পরিবারের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এ ব্যপারে দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) বেলায়েত হোসেন জানান- পূর্ব বিরোধের জের ধরে খুনের ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।