সুনামগঞ্জে শিলং তীরের আসর থেকে ১২ জুয়ারী আটক

নন্দিত ডেস্ক: ভারতীয় শিলং তীরে খেলার আসর থেকে সুনামগঞ্জের ১২ জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজি মুক্তাদীর হোসেন চৌধুরী। আটকরা হলেন, পৌর শহরের ধোপাখালী এলাকার মৃত বৌবিন্দ্র দাসের ছেলে রিবেন দাস, আবুল হোসেনের ছেলে সায়েক আহমদ, আইয়ুব আলীর ছেলে ফারুক মিয়া, ষোলঘর এলাকার মৃত তমিজ উল্লাহর ছেলে আমজাদ আলী, মাইজবাড়ি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শাহিন মিয়া,উত্তর আরপিন নগর এলাকার স্বপন মিয়ার ছেলে ময়না মিয়া, জুগিরগাঁও এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল আজিজ ইফতি, মইনপুর এলাকার রহমতআলীর ছেলে ফাইজুল ইসলাম, মাইজবাড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে খলিল মিয়া, মাইজবাড়ি এলাকার তছকির মিয়ার ছেলে আবজাল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ এলাকার পাথারিয়া গ্রামের মৃত রবান উল্লাহর ছেলে শহিদুল হক,আমবাড়ি এলাকার মুসা মিয়ার ছেলে আল আমিন। ওসি কাজি মুক্তাদীর হোসেন চৌধুরী আরও জানান, পৌর শহর ঘেষা সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালাতে গিয়ে বুধবার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম এই ১২ জুয়ারীকে শিলং তীরে খেলারত অবস্থায় আটক করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, আলামতসহ জুয়ারীদের থানায় সোপর্দ করার পর বুধবার রাতে ডিবি পুলিশের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।