তাহিরপুরে মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ

তাহিরপুর প্রতিনিধি : : সুনামগঞ্জের তাহিরপুরে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম তোফায়েল আহমেদ (১০)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের হারুন উর রশিদের ছেলে এবং আটগাও গোলকপুর কওমি মাদ্রাসার ছাত্র।সোমবার সন্ধায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। তার এমন মৃত্যুতে সহপাঠি , পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তোফায়েল গোলকপুর কওমি মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো। গত কয়েকদিন আগে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে সে। বাড়িতে এসে মা বাবা কে জানায় সে আর মাদ্রাসায় লেখাপড়া করবে না। মা বাবা লেখাপড়ার জন্য তাগিদ দিলে সে রাগ করে ঘরে নিশ্চুপ হয়ে বসে থাকতো।সোমবার দুপুরে পরিবারের সবাই এক সঙ্গে দুপুরের খাবার খান ।খাবার শেষে মা বাবা কাজের সন্ধানে অনত্র চলে যান। বিকালে এসে নিহতর মা দেখতে পান তোফায়েল নিজ বসত ঘরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা তোফায়েলকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। এক পর্যায়ে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘনাস্থলে এসে লাশ উদ্ধার করে।তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা জানান, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ হাস্পাতালে মর্গে পাঠিয়েছি। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি পূর্ণাঙ্গভাবে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এ বিষয়ে তাহিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।