পাঁচ বছর পর

বিনোদন ডেস্ক:টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় মুখ তনিমা হামিদ। মঞ্চে নিয়মিত অভিনয় করলেও টেলিভিশন থেকে প্রায় পাঁচ বছর ধরে তিনি দূরে ছিলেন। দীর্ঘ সময় পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন এই অভিনেত্রী। তবে নাটকের জন্য নয়, মাছরাঙা টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান ‘নানা স্বাদে রাঁধুনী’ উপস্থাপনা করছেন তিনি। তনিমা হামিদ বলেন, প্রায় পাঁচ বছর ধরে ক্যামেরা থেকে দূরে ছিলাম। মাছরাঙার সঙ্গে শুরু থেকেই আমার খুব ভালো সম্পর্ক এবং রান্নার অনুষ্ঠানটির কনসেপ্ট শুনে আমার ভালো লেগেছে। তাই সবমিলে কাজটি করছি। বর্তমানে ২৪তম পর্বের শুটিং চলছে। এটা মোট ৫১ পর্বের অনুষ্ঠান। আশা করি, সকলে অনুষ্ঠানটি উপভোগ করবেন। জানা যায়, ‘নানা স্বাদে রাঁধুনী’ অনুষ্ঠানটিতে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ধরনের খাবারের রেসিপি তুলে ধরা হবে। সেই সঙ্গে থাকবে দেশ-বিদেশের খাবার নিয়ে ফুড ট্রিভিয়া, রান্না নিয়ে বিভিন্ন টিপস ও কুইজ। বর্তমানে এফডিসিতে অনুষ্ঠানটির শুটিং চলছে। প্রতি পর্বেই দেশের পাঁচ তারকা হোটেলের একজন এক্সিকিউটিভ শেফ এবং সে সঙ্গে থাকবেন রিয়্যালিটি শো ‘সেরা রাঁধুনী’র বিজয়ীদের থেকে একজন। মনিরুজ্জামান খানের প্রযোজনায় ‘নানা স্বাদে রাঁধুনী’ অনুষ্ঠানটি অক্টোবর মাসের প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হবে।