আসছে ঈদেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোট পর্দার চলতি সময়ের ব্যস্ত অভিনেত্রী সাদিয়া আয়মানের। ছবির নাম ‘কাজলরেখা’। পরিচালনায় গিয়াস উদ্দিন সেলিম। ৪০০ বছরের আগের গল্প নিয়ে তৈরি হয়েছে এ ছবি। এখানে সাদিয়া আয়মান অভিনয় করেছেন কিশোরী কাজলরেখা রূপে। ছবিটি প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, এর আগে আমি শুধু বিজ্ঞাপন করেছি। অভিনয় করিনি। ‘কাজলরেখা’ই আমার প্রথম কাজ। তারপর আমি ব্যস্ত হই নাটকে। সেদিক থেকে এ কাজটির প্রতি আলাদা একটা ভালআমি খুব লাকী এমন একটি কাজের অংশ হতে পেরেছি। আমি ৭ দিন শুটিং করেছি ছবির প্রথম লটে। আমার সব দৃশ্য ছিল ছবিতে আমার বাবা ইরেশ যাকেরের সঙ্গে। অসাধারণ অভিজ্ঞতা ছিল এই ৭ দিন। সবার সঙ্গে খুব ভালো একটি সম্পর্ক গড়ে উঠেনি। আমি যখন চলে আসি তখন তাদের সবাইকে খুব মিস করি। ছবিটি নিয়ে প্রত্যাশা বিষয়ে সাদিয়া আয়মান বলেন, ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি। নিয়মিত যে সিনেমা আমাদের এখানে হয় তার থেকে অনেক ভিন্ন। এ টাইপের সিনেমা আর দেশে হয়নি। কারণ এর গল্প ৪০০ বছর আগের। শুধু তাই নয়, এখানে ভালো ভালো ২০টি গান রয়েছে। এগুলো সবার ভালো লাগবে। আমি মনে করি প্রত্যেকটা বয়সী মানুষের ইচ্ছা থাকবে ছবিটি দেখার
মন্তব্য