সুনামগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রায়হান উদ্দীণকে সভাপতি ও আব্দুল কাদির সোহাগে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের কমিটি আজ মঙ্গলবার অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতিলিখসন খান, ফয়েজ আহমদ, যুগ্ম সম্পাদক শাহ মো. ইউসুফ হক ফরহাদ, মো. আজিজুর রহমান সৌরভ, সাদিকুর রহমান স্বপন, মো. মুমিত ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব। কমিটি প্রকাশের পর থেকে ছাত্রদল নেতাকর্মীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।