আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন প্রার্থিতা প্রত্যাহার করেন তারা।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেন সিলেট সদর উপজেলার ইসলাম উদ্দিন, দক্ষিণ সুরমার মো. সুলাইমান হোসেন ও বিশ্বনাথের মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।দ ক্ষিণ সুরমা উপজেলায় ফখরুল ইসলাম সাইস্তা নামে এক চেয়ারম্যান প্রার্থী ও বিশ্বনাথ উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।
এছাড়াও বিশ্বনাথে ভাইস চেয়ারম্যান পদে আপীলে প্রার্থীতা ফিরে পান আরও এক প্রার্থী
বিষয়টি নিশ্চিত সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং সিলেট সদর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে ২৪জন, ভাইস চেয়ারম্যান পদে ২৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে দক্ষিণ সুরমা উপজেলার মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে আবেদন করছেন চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা। যার শুনানি হবে মঙ্গলবার। বিষয়টি ফখরুল ইসলাম সাইস্তা নিশ্চিত করেছেন।
মন্তব্য