ঈদকে সামনে রেখে এসএমপির মতবিনিময়

নন্দিত সিলেট:: পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে মতবিনিময় সভা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর নাইওরপুলে এসএমপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কোরবানির পশুর হাটের ইজারা, ঈদ জামাত ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হয়। এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) কামরুল আমিন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা, র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের সহকারী পরিচালক আনোয়ারুল কাদির প্রমুখ। সভায় সকলের মতামতের ভিত্তিতে পবিত্র ঈদ-উল-আযহা ও কোরবানীর পশুর হাট সংক্রান্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।