তেমুখীতে বকেয়া বিল চাওয়ায় রেস্টুরেন্টে হামলা-ভাঙচুর

নন্দিত সিলেট:ফাও খেতে না দেওয়ায় রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছে একটি রেস্টুরেন্ট। বুধবার রাত ১২ টায় সিলেট সদর উপজেলার তেমুখীতে এ ঘটনাটি ঘটে। এঘটনায় রেস্টুরেন্টের দুই কর্মী আহত হয়েছেন। বকেয়া বিল চাওয়ায় রেন্টুরেন্টে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন রেস্টুরেন্ট'র ম্যানেজার আবুল হোসেন । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেমুখী পয়েন্টস্থ এশিয়া মার্কেটে অবস্থিত নিউ এশিয়া রেস্টুরেন্টে এন্ড বিরিয়ানি হাউসে বুধবার রাতে উপজেলার চরুগাওয়ের আকমল হোসেন প্রতিদিনের মত খেতে আসেন। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের বকেয়া টাকা পরিশোধের কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ফোন করে আরো ১০/ ১৫ জন লোক নিয়ে আসেন। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর করেন। এসময় তারা রেস্টুরেন্টের আসবাবপত্র ভাঙচুর করেন এবং লুটপাট করে ক্যাশে থাকা গ্যাস বিল, কারেন্ট বিলসহ স্টাফদের মাসের বেতন আনুমানিক ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় রেস্টুরেন্টের দুই কর্মী আহত হন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অকিল উদ্দিন বলেন, খবর পেয়েই আমি নিজে সহ ঘটনাস্থলে গিয়েছি। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।