জকিগঞ্জে পল্লীবিদ্যুত অফিসের অবহেলায় বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা

জকিগঞ্জ প্রতিনিধি:জকিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের খামখেয়ালি আর সময়ক্ষেপনের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছে না বিদ্যুতের খুঁটি। হেলে পড়া এই খুঁটিটি এখন স্থানীয়দের জন্য বিষাদে রূপ নিয়েছে। পথচারীসহ স্কুল-কলেজ আর মাদরাসার শিক্ষার্থীরা এই সড়ক দিয়ে ভয় নিয়ে চলাচল করছেন। খুঁটির দিকে তাকিয়ে চলতে লাগলে পথচারীর পা আর সামনের দিকে আগায় না। স্থানীয় সূত্রে জনা যায়, কয়েকমাস আগে ঝড়-তুফানের কবলে পড়ে খুঁটিটি হেলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ-১ এর জকিগঞ্জ জোনাল অফিসে জানানো হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা না দেখে আমলসীদ মহিলা মাদরাসার কর্তৃপক্ষ পল্লী বিদ্যুৎ-১ এর জকিগঞ্জ জোনাল অফিসে লিখিত আবেদন করেন। তদুপরি কর্তৃপক্ষ ইতিবাচক কোন ভূমিকা রাখছেন না। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। কর্তৃপক্ষ খোদ স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধও রক্ষা করছেন না। দিচ্ছি-দিব আর প্রক্রিয়াধীন এসব বুলি এওরিয়ে যাচ্ছেন হর-হামেশা। এব্যাপারে আমলসীদ গ্রামের বাসিন্দা তরুণ আলেম মাওলানা মাশহুদুল আম্বিয়া মহসিন বলেন, এটা কোন সুস্থ বিবেকের কাজ হতে পারে না। দীর্ঘদিন ধরে তাদের কর্ণকুহরে ডুকছে এলাবাসীসহ মাদরাসা কর্তৃপক্ষের অনুরোধ। দ্রুত এটা পরিবর্তন করার দাবি জানাচ্ছি। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, কারেন্টের খুঁটি এখন পড়ে যাওয়ার ধারে কাছে চলে এসেছে। যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এব্যাপারে পল্লী বিদ্যুৎ-১ এর জকিগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কাজ চলছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খুঁটিটা পরিবর্তন করা হবে।