সড়কে আইন বাস্তবায়নে গোলাপগঞ্জে র‍্যালি-সভা

সিলেটের গোলাপগঞ্জে ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন করে যুগান্তকারি পদক্ষেপ গ্রহণ করেছে। এর বাস্তবায়নে চালক, যাত্রীসহ সবাই উপকৃত হবেন। তিনি আরো বলেন, অদক্ষ চালকের হাতে মালিকরা গাড়ির চাবি তুলে দিয়ে বড় ধরণের অন্যায় করছেন। এতে যাত্রী সাধারণের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। সড়ক পরিবহন ব্যবস্থায় যেভাবে নৈরাজ্য চলছে, তা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার বিষয়ে বলেন, নভেম্বর মাসে শেষ সুযোগ দেয়া হচ্ছে। এর পর হাইওয়ে রোডে নম্বরবিহীন কোনো সিএনজি অটোরিকশা চলতে দেয়া হবে না। মোটরসাইকেল চালকদের উদ্দেশে তিনি বলেন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে অনেকেই জীবন শেষ করে দিয়েছেন। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশে বলেন, সরকার কাউকে শাস্তি বা হয়রানি করার জন্য নয়, সড়ক পরিবহন বিভাগে নিয়মনীতি প্রতিষ্ঠা করতে সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ করেছে । এতে চালক, যাত্রী সাধারণসহ সকল মানুষ উপকৃত হবে। এ আইন বাস্তবায়নে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মিজানুর রহমান। এ সময় বক্তব্য দেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মুহাম্মদ সাদিদ, সিলেট উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সেক্রেটারি রুহেল আহমদ, পৌর কাউন্সিলর ফজলুল আলম, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সভাপতি ইলিয়াস আহমদ, গোলাপগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এস এ মালেক, ঢাকাদক্ষিণ মাইক্রোবাস চালক সমিতির সভাপতি আব্দুল করিম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের শিক্ষক ইউনুস আহমদ প্রমুখ।