সড়ক আইন বাস্তবায়নে কানাইঘাটে র‍্যালি-সভা

কানাইঘাটে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ট্রাফিক বিভাগ জেলা পুলিশের উদ্যেগে কানাইঘাট উত্তর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও এসআই স্বপন চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন, বাণীগ্রাম ইউপি’র চেয়ারম্যান মাসুদ আহমদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল হেকিম শামীম। এ সময় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম সাধারন জনতা ও চালকদের উদ্যেশে গত পহেলা নভেম্বর থেকে কার্যকর সড়ক পরিবহন আইনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এবং সড়ক পরিবহন আইন-২০১৮ (এক নজরে) নামক লিফলেট শ্রমিকদের মাঝে বিতরন করেন। সভা শেষে সকলের সমন্বয়ে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্থানীয় উত্তর বাজার পদক্ষিণ করে মধ্য বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। সভা ও র‌্যালীতে রাজনৈতিক সংগঠন ও শ্রমিক সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।