বঙ্গবন্ধুর ভাষণ শুনে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, এ দেশের ৩০ লাখ শহীদ আর দু’ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এই বিজয়ের মাসে বাঙ্গালী জাতি দীর্ঘ ন’মাস মুক্তিযুদ্ধ করে বিজয় আনেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ১৮ মিনিটের ভাষণে তিনি বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” তাই জাতি বঙ্গবন্ধুর এই ভাষণ শোনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রবিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর দরগা গেইটে অবস্থিত কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে হৃদয়ে ৭১’র ফাউন্ডেশন আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় মাসুক উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হৃদয়ে ৭১’র চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসির সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক সোহানুর রহমান মিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি মাসুক উদ্দিন আরো বলেন, এখন দুঃখ লাগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ঘাপটি মেরে থাকা রাজাকারের প্রেতাত্মারা মুক্তিযোদ্ধাগণকে রাজাকার বানিয়ে তালিকা দেয়। এই প্রেতাত্মারা আমাদের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার আগে বাঁচাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের পথে চলতে হবে, এখন বহু সংগঠন দেশের স্বাধীনতা বিরোধীতার আশ্রয় নিয়েছে। কিছু এমপি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে না। তারা বলে ছাত্রলীগ, যুবলীগ কি? মাসুক উদ্দিন বলেন, হৃদয়ে ৭১’র সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে। আলোচনা সভায় প্রধান বক্তা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হৃদয়ে ৭১’র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, রাজনীতিকে হাতিয়ার মনে করে টাকা কামাইয়ের জায়গা নয়। বিএনপি জামায়াত যাতে প্লাটফর্ম তৈরি করতে না পারে সেজন্য হৃদয়ে ৭১’র প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনের কার্যক্রম ঢাকাগামী না হয়ে লাতুগামী হওয়ার কারণে এই সংগঠনকে রাহুগ্রাস থেকে ফিরিয়ে আনা হয়েছে। এটি আওয়ামী লীগের সহযোগী সংগঠন নয়। হৃদয়ে ৭১’র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শ চর্চার সুতিকাগার। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, মহানগর যুবলীগ নেতা কয়েছ উদ্দিন আহমদ, হৃদয়ে ৭১’র নির্বাহী পরিচালক তাজ উদ্দিন আহমদ, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির নেতা মাহবুবুর রহমান শিবলু, লেখক অমিতাভ চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- হৃদয়ে ৭১’র সদস্য আহমদ হামজা চৌধুরী, মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা জামিল আহমদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা সাহেদুর রহমান সাহেদ, হৃদয়ে ৭১’র সিলেট জেলার সাবেক আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী লিমন, আইন বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফি, সাবেক দপ্তর সম্পাদক আবু বক্কর পারভেজ, এম.কে আল-আমিন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ডালিম চৌধুরী, হৃদয়ে ৭১’র সদস্য সৈয়দ এমাদ, যুবলীগ নেতা ফেরদৌস আলম, হৃদয়ে ৭১’র দক্ষিণ সুরমা শাখার সদস্য তরিকুর ইসলাম চৌধুরী মুবিন, মাজেদুল হক, মহানগর ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজুল প্রমুখ। সভায় হৃদয়ে ৭১’র পক্ষ থেকে প্রধান অথিতি মাসুক উদ্দিন আহমদ ও প্রধান বক্তা অধ্যাপক মো. জাকির হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় শোক প্রস্তাব পাঠ করেন হৃদয়ে ৭১’র সদস্য নাঈম আহমদ। সভায় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদ স্মরণে শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।