ময়মসসিংহ থেকে ট্রাকে করে সিলেটে আসলেন ১১ শ্রমিক

চলমান লকডাউনের মধ্যেও ট্রাকে করে ১১ জন শ্রমিক ময়মসসিংহ থেকে সিলেটে এসেছেন। আজ বুধবার (৬ মে) রাত নয়টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্টে এসে যাত্রীবাহি ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২০-৯৪৭৩) থামে।

এসময় সেখানে উপস্থিত থাকা সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত  জানান, রাত নয়টার দিকে একটি ট্রাক নগরের রিকাবীবাজার পয়েন্টে এসে থামে। প্রথমে এটি পন্যবাহী ট্রাক মনে হলেও পরবর্তীতে দেখা যায় প্রায় ১০ থেকে ১২ জন মানুষ ট্রাকটি থেকে নেমে আসেন। তখন তারা জানায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাইলিং কাজের জন্য ময়মনসিংহ থেকে এসেছে।

এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ময়মনসিংহ থেকে ১১ জন শ্রমিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাইলিং কাজের জন্য এসেছেন। কাজ শেষে তারা আবার ময়মনসিংহে চলে যাবেন। তাদের কাছে সিলেটে আসার প্রশাসনিক কোনো অনুমতিপত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে।