সিলেটের যে উপজেলায় এখনও পাওয়া যায়নি করোনা রোগী

নোবেল করোনাভাইরাসের বিস্তার লাভ করেছে সিলেট জেলা জুড়েই। জেলার কানাইঘাট উপজেলা করোনামুক্ত থাকলেও সর্বশেষ গত শুক্রবার একজনের দেহে পাওয়া গেছে করোনার অস্তিত্ব। ভাগ্যক্রমে এখনও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ছোবল মারতে পারেনি মরণব্যধি করোনা। জানা গেছে, সিলেটে সর্বপ্রথম গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিনের শরীরে শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর থেকে জেলার বিভিন্ন উপজেলায় ছড়াতে থাকে করোনা। ১৬ এপ্রিল জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার দুই যুবকের শরীরে একইদিনে শনাক্ত করা হ্য় করোনাভাইরাস। এরপর থেকে এ ভাইরাস দ্রুতগতিতে ছড়াতে থাকে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের শুধু ফেঞ্চুগঞ্জ উপজেলা বাদে অন্যান্য সকল উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। সর্বোচ্ছ করোনা রোগী পাওয়া গেছে জকিগঞ্জ উপজেলায়। এ পর্যন্ত এ উপজেলায় ৬ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস।