সিলেটে ‘অবরুদ্ধ’ এক মাস

কঠিন সময়। সংকটে আবর্তন। করুণাহীন করোনার ছোবল। প্রাণঘাতি মহামারিতে অবরুদ্ধ মুহুর্ত। উদ্বেগের পারদ ঊর্ধ্বমুখী। করোনাভাইরাসের কারণে লকডাউন (অবরুদ্ধ) হওয়া সিলেট পূর্ণ করেছে দীর্ঘ এক মাস। সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হন ৫ এপ্রিল। এরপর ১১ এপ্রিল সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কাল রবিবার (১০ মে) লকডাউনের এক মাস পূর্ণ হয়। কিন্তু লকডাউনেও সিলেটের করোনার ছোবল থামেনি। বরঞ্চ করোনা যেন আরো বিক্রমে ঝাঁপিয়ে পড়ে সিলেটজুড়ে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত যে হিসাব দিয়েছে, তাতে দেখা যাচ্ছে সিলেট জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ জন। এর মধ্যে ৯ জন রোগী সুস্থ হয়েছেন, মারা গেছেন ২ জন। এছাড়া বর্তমানে ২৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি রোগীদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, ‘বর্তমানে সংক্রমণের চতুর্থ তথা শেষ ধাপে রয়েছে সিলেট। ফলে এখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।’ চলমান অবস্থায় সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।