জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আসামী গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় আরো এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী গ্রামের মৃত সোনাহর আলীর ছেলে বেলাল উদ্দিন (৩২)। রবিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে । জানা যায়, শনিবার বিকেলে থানার উপ পরিদর্শক আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় এরালিয়া বাজার থেকে বেলাল উদ্দিনকে গ্রেফতার করেন। এর আগে মামলার প্রধান আসামী আজিজুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ আদালতে আজিজুল ইসলামের রিমান্ডের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সোমবার মোহাম্মদপুর গ্রামে গুলাগুলির ঘটনা ঘটে। এসময় দু’পক্ষের সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধসহ ১৫ আহত হন। পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও সংঘর্ষে ব্যবহৃত অবৈধ আগ্নেয় অস্ত্র এখনও উদ্ধার করেত পারেনি। ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী’র সাথে আলাপ হলে তিনি জানান, এজহারভূক্ত আসামী বেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে প্রধান আসামী আজিজুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।