করোনায় সাবেক সচিবের মৃত্যু

বাংলাদেশ সরকারের সাবেক সচিব বজলুল করিম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ দুপুরে তিনি রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে মারা যান। বজলুল করিম চৌধুরী গত ১৫দিন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। শেষের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। জানা গেছে, সাবেক সচিব বজলুল করিম বিসিএস ৮৫ ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। বজলুল করিম চৌধুরী ২০১৮ সালের ১৬ই এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। এর আগের দিন (১৫ই এপ্রিল) তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসসি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরি জীবনে বজলুল করিম চৌধুরী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকার বিভাগীয় কমিশনার, টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।