প্রকাশিত হলো "শেষ বেলার কথা"

ষাটের দশকের নিভৃতচারী কবি মোঃ আফাজ উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ "শেষবেলার কথা"-এর মোড়ক উন্মোচন করা হলো সিলেটের নির্ভরযোগ্য প্রকাশনা সংস্থা 'ঘাস প্রকাশন'-এর কার্যালয়ে। ২৩ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রকাশনী সংস্থা প্রারম্ভিকা প্রকাশের কর্ণধার ধ্রুব গৌতমের সভাপতিত্বে গ্রন্থের প্রকাশক কবি ও সংগঠক মাসুদা সিদ্দীকা রুহীর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিটলম্যাগ 'ঋতি' সম্পাদক, কবি ফজলুররহমান বাবু্ বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটলম্যাগ 'ঘাস' সম্পাদক, কবি নাজমুল হক নাজু, কবি ও গল্পকার শান্তা গুপ্তা, কবি তানজিনা ইয়াসমীন রত্না প্রমুখ। কবি মোঃ আফাজ উদ্দীন জীবনের শেষ বয়সে এসে তাঁর প্রথম কাব্য প্রকাশিত হওয়ায় তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, সারা জীবনের সাহিত্য সাধনার এ শেষ প্রান্তে এসে কবিতাগুলো একটি গ্রন্থে মলাটবদ্ধ হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রধান অতিথি ফজলুররহমান বাবুল বলেন, ছয় যুগের বেশি বয়সের এই কবির সাথে আজ আমার প্রথম পরিচয়। লেখকের প্রতিটি কবিতা পারলৌকিক জীবনের ইঙ্গিত বহন করে। বিশেষ অতিথি কবি ও প্রকাশক নাজমুল হক নাজু বলেন,বই প্রকাশে লেখকের বাঁধভাঙা আনন্দ আমাকে বিস্মিত করেছে। মুদ্রণের সময় দেখেছি, লেখকের কবিতা স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশ করে। কবি তানজিনা ইয়াসমীন, কবি ও গল্পকার শান্তাগুপ্তা লেখকের শারীরিক সুস্থতা ও বইয়ের বহুল প্রচার কামনা করেন।