অন্যরকম অভিজ্ঞতায় সুষমা

দর্শকপ্রিয় অভিনেত্রী সুষমা সরকার। টিভি নাটক-চলচ্চিত্র-উপস্থাপনা সর্বক্ষেত্রেই বিচরণ করেছেন। গত বুধবার তিনি অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ শিরোনামের বিগ বাজেটের চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। ছবিতে শাকিব খান, মাহিয়া মাহী, শহীদুজ্জামান সেলিম, স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, সুমন আনোয়ারের মতো গুণী শিল্পীদের সহশিল্পী হিসেবে পেয়েছেন। তাদের সঙ্গে কাজ করতে গিয়ে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানালেন এই অভিনেত্রী। সুষমা  বলেন, গুরুত্বপূর্ণ একটি চরিত্রেই কাজ করেছি এ ছবিতে। একজন রাজনীতিবিদের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। অনেক বড় আয়োজন করে চলচ্চিত্রটির শুটিং হচ্ছে। আর গুণী শিল্পীদের সঙ্গে কাজের সুযোগ হচ্ছে এ চলচ্চিত্রের মাধ্যমে। এরকম একটি বড় ব্যানারের চলচ্চিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। তাছাড়া অনন্য মামুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গল্প, চরিত্র, বাজেট সব মিলিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা হচ্ছে। চলচ্চিত্রটি ওয়েব প্ল্যাটফরমে মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে সুষমা বলেন, আমি ভীষণ আশাবাদী। এরকম প্ল্যাটফরমে আমাদের কাজের পরিধি বেড়ে গেল। কারণ ওয়েব প্ল্যাটফরম উন্মুক্ত। যারা মন দিয়ে অভিনয় করতে চায় তাদের জন্য দারুণ সুযোগ। তথাকথিত প্রেমের গল্প ওয়েবে তেমন হবে না। অন্যরকম গল্প নিয়ে কাজের সুযোগ সৃষ্টি হলো। এদিকে, সুষমা অভিনীত কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। যার মধ্যে ‘পেয়ারার সুবাস’ চলচ্চিত্রের সম্পাদনার কাজ চলছে। আর ‘গোর’ শিরোনামের চলচ্চিত্রটি মুক্তির জন্য প্রস্তুত। চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করলেও সুষমা ছোট পর্দার কাজ আগের থেকে কিছুটা কমিয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, পেশাগত কারণে ইচ্ছের বাইরেও কিছু চরিত্রে অভিনয় করতে হয়। করোনাকালে চার মাস কোনো কাজ করা হয়নি। কিন্তু জীবন চলেছে। তখন আমার মনে হয়েছে আগামীতে যে কাজগুলো করতে ইচ্ছে করবে সেগুলোই করবো। সে জায়গা থেকেই বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।