করোনায় আক্রান্ত ৫৯,০০০ মার্কিনি হাসপাতালে

সোমবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চে পৌঁছেছে। এদিন সেখানে কমপক্ষে ৫৯ হাজার করোনা রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে টানা ষষ্ঠ দিনের মতো সেখানে নতুন করে করোনা আক্রান্তের রেকর্ড অব্যাহত ছিল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এ অবস্থায় ফাইজারের আবিষ্কার করা টিকা নিয়ে অগ্রগতির খবর পাওয়া গেছে। সে উদ্যোগে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। ততে তিনি একই সঙ্গে মার্কিনিদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন এখনও করোনা ভাইরাসের টিকা আসতে কয়েক মাস সময় লাগতে পারে। গত ৩০দিনে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৩ ভাগেরও বেশি। এ সময়ে কমপক্ষে ৫৯ হাজার ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২২ শে জুলাই এই সংখ্যা সর্বোচ্চ ৫৮ হাজার ৩৭০ ছিল। এ সময়ে টানা ষষ্ঠ দিনের মতো সেখানে নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। টেক্সাসে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংখ্যা ৬ হাজার ১০৩। ইলিনয়ে ৪৪০৯, ক্যালিফোর্নিয়ায় ৩৬৬৮। ওদিকে সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে করোনা মহামারি মোকাবিলায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। কিন্তু এখন এই দায় তার কাঁধে এসে চাপতে চলেছে। ফলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে এই মহামারি মোকাবিলার প্রত্যয় ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রে মাস্ক পরা একটি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। মাস্ক পরার কারণে নির্বাচনী প্রচারণার সময় বাইডেনকে নিয়ে উপহাস করেছেন ট্রাম্প। ১০ই নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে যুক্তাষ্ট্রে মোট ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। এই সংখ্যা আগের সাত দিনের চেয়ে শতকরা ৩৪ ভাগ বেশি। সব মিলে সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ১ লাখ ৩০ হাজার মার্কিনি।