সিলেটে এসেছে পাওয়ার ট্রান্সফরমারসিলেটে এসেছে পাওয়ার ট্রান্সফরমার

সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য গাজীপুর থেকে ইতোমধ্যে এসেছে পাওয়ার ট্রান্সফরমার। বুধবার (১৭ নভেম্বর) বিকেলের দিকে ডিভিশন-১ ও ২-এ পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এজন্য কুমারগাঁও উপকেন্দ্রে বিদ্যুতের পাওয়ার ট্রান্সফরমার মেরামতের কাজও প্রায় শেষ পর্যায়ে। অপরদিকে নতুন পাওয়ার ট্রান্সফরমার বসানোর পর পুরো সিলেট মহানগরী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার মধ্যে একটি পাওয়ার ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ আংশিক চালু করা সম্ভব হতে পারে। আর অন্য একটি ট্রান্সফরমার গাজীপুরের টঙ্গী থেকে সিলেটে এসেছে। নতুন ট্রান্সফরমার বসিয়ে কাজ শুরু করা হবে। কাজ শেষ হলে এ বিষয়ে বুঝা যাবে। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, নগরীতে পাম্পগুলোর একটি জেনারেটর চালিত। সেটি থেকে মেয়রের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পানি সরবরাহ দেওয়া হচ্ছে। তবে পুরো নগরে পানির জন্য হাহাকার থাকলেও সবখানে পানি সরবরাহ করা সম্ভব না।