চীনের ৫ লাখ টিকা আসছে ১২ মে

চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকার ৫ লাখ ডোজ আগামী ১২ মে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি ঝিমিং।

আজ সোমবার (১০ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে বলেন, উপহারের এই টিকা দিতে বাংলাদেশকে গত ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিল চীন। তবে অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।

আগে অনুমতি দিলে এই টিকা আরও আগেই পেত বাংলাদেশ। রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশ শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। তাই বাংলাদেশ বাণিজ্যিকভাবে যে টিকা পেতে চায়, তার জন্য সময় লাগবে।