নির্বাচনে কোনো বিদ্রোহী প্রার্থী চাই না: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্বাচনে আমরা কোনো বিশৃঙ্খলা এবং বিদ্রোহী প্রার্থী চাই না। আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করানো আমাদের এক মাত্র লক্ষ্য হবে। তবে সেটি ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে।

শনিবার রাতে মানিকগঞ্জে সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় মোবাইল ফোনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক আমরাও চাই, সাধারণ মানুষও চায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হলে নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়লাভ করাতে হবে। ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ নির্বাচন হোক এবং জাতীয় সংসদ নির্বাচনই হোক না কেন, আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন বজায় থাকবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

তিনি বলেন, আমরা যথেষ্ট উন্নয়ন করেছি। মানুষ খুশি আছে, তারা নৌকায় ভোট দেবে।

এর আগে শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে সদর উপজেলা আওয়ামী লীগ এ বর্ধিতসভার আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি ও মানিকগঞ্জে পৌর মেয়র মো. রমজান আলী, সহসভাপতি তুষার সরকার কান্তি, হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম খান ও সুলতানুল আজম খান প্রমুখ।

সভায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান ও নতুন প্রার্থীরা উপস্থিত ছিলেন।