সিলেটে সাহিত্য নাটক ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র দেবু বণিক। যিনি একাধারে একজন বিশিষ্ট কবি , গীতিকার, লেখক
এবং সংস্কৃতি কর্মী । সেই স্কুল-কলেজ ও ভার্সিটির সময় থেকে , গান কবিতা ছড়া ও মূল্যবান বিভিন্ন কলাম চর্চায় নিয়োজিত আছেন । পাশাপাশি একসময় সুস্থধারার সংস্কৃতি ও নাট্যচর্চাও করেছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোওর ডিগ্রী অর্জন করেন। বাংলা ভাষা ও সাহিত্যে নিজ দক্ষতায় আপন গুণে নিজেকে খুব সুপরিচিত করেছেন। সিলেট জেলায় বিভিন্ন সামাজিক নাট্য ও সংস্কৃতি কর্মীর পরিচয়-ভালোবাসা অনেক আগেই তুলে নিয়েছেন।
মিষ্টালাপি ও তুমুল প্রাণবন্ত আড্ডাপ্রিয় আন্তরিক এই মানুষ সামাজিক পারিবারিক ও বন্ধুস্বজন মহলে প্রিয় 'দেবু' নামেই পরিচিত । এখনো খাতা কলমে সম্পর্ক ও পরিচয় প্রায় ৩৮ বছর। প্রতিদিন এই সুলেখক তার কাব্য চর্চা নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন বিরামহীন। আজ আমাদের এই বন্ধু ভাই- কবি গীতিকার লেখকের ৫৩ তম শুভ জন্মদিন ।।
দেবু বণিকের আসল নাম দেবদুলাল বনিক। জন্ম ১৯৭১ ইংরেজি সনের ২৬ এপ্রিল।
মন্তব্য