সিইসি’র লজ্জা-শরম বলতে কিছুই নেই: মির্জা ফখরুল

সারাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতার জন্য সরকারকেই অভিযুক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, 'আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, কী করেছেন তারা। আমার কথা নয়, আজকের খবরের কাগজ খুললেই দেখবেন, এত বড় বড় রামদা, ছুরি নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। চিন্তা করা যায়! আবার মন্ত্রীরা বলছেন, না না এটা তেমন কিছু না, একটু সাধারণ ঝগড়া-ঝাটি।' '

আমরা পরিষ্কার করে বলেছি, এসব কিছুর মূলে আছে সরকার, সব কিছুর মূল হলেন শেখ হাসিনা। তারা অত্যন্ত সচেতনভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, বাংলাদেশ থেকে সমস্ত সুস্থ চিন্তা-ভাবনা, মুক্তচিন্তা- এগুলোকে নির্বাসিত করেছে এবং রাজনীতিকে ধ্বংস করেছে…। উদ্দেশ্য একটাই, এখানে কেউ রাজনীতি করবে না। তারা ক্ষমতা দখল করে বসে থাকবে', বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, 'নির্বাচন কমিশন বলছে যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে। সংঘর্ষ যা হয়, তার দায়-দায়িত্ব আমাদের না। এই ভদ্রলোকের (সিইসি) লজ্জা-শরম বলতে কিছুই নেই।'

'এই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে তিনি ধ্বংস করলেন এবং নির্বাচনের যে চিন্তাভাবনা নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেটা সম্পূর্ণ ধূলিসাৎ করে আজকে কী করলেন স্থানীয় সরকার নির্বাচনে? আমাদের সাধারণ মানুষেরা এই নির্বাচনে সংশ্লিষ্ট হয়, তারা জড়িত হয়, সেটাকে তিনি শেষ করে দিলেন। পত্রিকায় দেখলাম যে, বড় বড় রামদা, পিস্তল, লাঠিসোটা নিয়ে…। ইতোমধ্যে গতকাল অনেকে মারা গেছেন,' যোগ করেন তিনি।