বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি, বন্দুকধারী নিহত

দক্ষিণপশ্চিম জার্মানির একটি লেকচার হলে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন।

জার্মানির হাইডলবার্গ শহরের পুলিশ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে পুলিশ বিস্তারিত ঘটনা জানায়নি।

পুলিশের সংক্ষিপ্ত বিবৃতিকে উদ্ধৃত করে এএফপির খবরে বলা হয়েছে, হামলাকারী নিহত হয়েছেন। কিন্তু সঠিক ঘটনা কী ঘটেছিল তা বলা হয়নি।

এর আগে পুলিশ টুইটারে জনসাধারণকে হাইডেলবার্গের নিউহামিয়ের মাঠ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিল। এই শহরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবস্থিত।

বিবৃতিতে পুলিশ বন্দুকধারীর হামলায় কতজন আহত হয়েছেন তার সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে জার্মান নিউজ এজেন্সি ডিপিএ অজ্ঞাত নিরাপত্তা সূত্রের বরাতে বলেছে, বন্দুকধারী আত্মহত্যা করেছেন। বন্দুকধারী নিজেও একজন বিশ্ববিদ্যালয় ছাত্র বলেও ওই খবরে বলা হয়েছে।

তবে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীর সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল কিংবা বিশেষ ধর্মীয় উদ্দেশ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, হামলায় লম্বা বন্দুকজাতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে।

জার্মানির হাইডেলবার্গ শহর দক্ষিণ ফ্রাঙ্কফুটে অবস্থিত। এখানে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ বসবাস করে। এটা জার্মানির সুপরিচিত বিশ্ববিদ্যালয়গুলোর একটি।