শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

শপথ নিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি আয়েশা মালিক। স্থানীয় সময় সোমবার এই শপথগ্রহণ করেন তিনি। খবরে বলা হয়েছে, আয়েশা মালিকের শপথগ্রহণ পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। -ডন শপথ

অনুষ্ঠানের পরে প্রধান বিচারপতি সাংবাদিকদের বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব শুধুই তার। আয়েশা মালিক প্যারিস ও নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেন। তিনি লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি পাস করেন।