ইউক্রেনে রকেট হামলায় নিহত ৩০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতরস্কে একটি রেলস্টেশনে রুশ রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক। শুক্রবার এই হামলার খবর জানিয়েছে দেশটির সরকারি রেল সংস্থা।

রকেট হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘সীমাহীন মন্দ’ বলে আখ্যা দিয়ে বলেছেন, ‘তারা বেসামরিক জনগণকে নিষ্ঠুরভাবে হত্যা করছে। এটি এমন একটি মন্দ বিষয় যার কোনো সীমা নেই এবং যদি এর শাস্তি না হয় তবে তারা কখনোই থামবে না।’ 

ডোনেটস্কের গভর্নর জানিয়েছেন, হামলার সময় স্টেশনে হাজার হাজার মানুষ ছিল। তারা ওই স্টেশন থেকে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। ইউক্রেনীয় রেলের প্রধান বলেছেন দুটি ক্ষেপণাস্ত্র স্টেশনে আঘাত হেনেছে।