সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এশার নামাজে সিজদারত অবস্থায় জমশেদ মিয়া (৭০) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মসজিদে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে এশা ও তারাবি নামাজের জন্য অন্যান্য দিনের মতো শুক্রবারও স্থানীয় গ্রামের আধুয়া জামে মসজিদে যান জমশেদ মিয়া। এশার চার রাকাত ফরজ নামাজের জন্য জামাতে অংশ নেন তিনি। প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাতের সময় সিজদায় গিয়ে তিনি আর ওঠেননি। নামাজ শেষে অন্য মুসল্লিরা তাঁকে ডেকে সাড়া না পেয়ে ওঠাতে গেলে তিনি মেঝেতে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে মীরপুর ইউনিয়নের ইউপি সদস্য মোস্তাক মিয়া জানান, নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মারা গেছেন। সৌভাগ্যবান ওই ব্যক্তির নামাজে জানাজা শনিবার (২৩ এপ্রিল) বেলা ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হয়।
মন্তব্য