বিএনপি চেয়ারপারস খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জের ছাতকে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সোলেমান সেন্টারে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া মাজকুর পাভেল। সঞ্চালনা করেন হিজবুল বারি শিমুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
তিনি বলেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র চলছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, পৌর কমিটির আহ্বায়ক সৈয়দ তীতুমীর, ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার।
সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার নান্সি, আশরাফুল আলম, আবু হুরাইয়া সুরত, ইজাজুল হক রনি, আব্দুল মমিন, জিয়াউল হক, পির ছায়েদুর রহমান, যুবদল উপজেলা আহ্বায়ক সদরুল আমিন সোহান, পৌর যুবদলের আহ্বায়ক তারেক আহমদ, সাবেক মেম্বার মুহিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জালিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আলী আজগর খান।
মন্তব্য