সুনামগঞ্জের ছাতকে নুরুল আলী (৫১) নামে এক লন্ডন প্রবাসীকে পুলিশ গ্রেফতার করেছে। দোকান দখল, চাঁদাবাজি, মারামারি হামলাসহ নানা ধরনের অপরাধমূলক কাজের কারণে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুজন শ্যামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নুরুল আলী উপজেলার জাউয়াবাজার ইউপির পাইগাঁও গ্রামের মৃত চমক আলীর পুত্র।
জানা যায়, জাউয়াবাজার এলাকায় নুরুল আলীর নেতৃত্বে একটি বাহিনী দিয়ে দীঘ দিন ধরে দোকান দখল, চাঁদাবাজি, মারামারি হামলাসহ নানা ধরনের অপরাধমূলক করা হয়। এলাকায় আইন শৃঙ্খলার অবনতির ঘটনায় তাকে পুলিশ গ্রেফতার করে।
নুরুল আলী একটি মামলার ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি বলে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান।
এ ব্যাপারে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাতেই নুরুল আলীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য