সুনামগঞ্জের ছাতকে ধর্ষণে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর সে হাসপাতালে মৃত নবজাতক সন্তান প্রসব করেছে। এ ঘটনায় উপজেলাজুড়েই ব্যাপক হইচই শুরু হয়েছে।
বর্তমানে ওই কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ জানায়।
ওই কিশোরী উপজেলার সিংচাপইড় ইউনিয়নের এক হতদরিদ্র কৃষকের কন্যা। এ ঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের করেন ওই কিশোরীর বাবা।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও এলাকার ওই কিশোরীকে একই গ্রামের প্রতিবেশী এক ব্যক্তি গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ওই কিশোরীকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করে। ওই কিশোরী ধর্ষণের পর সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ওই কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই দিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) শাখায় ভর্তি করা হয়। সেখানে ওই কিশোরী ২৩ সপ্তাহ বয়সের একটি মৃত ছেলেসন্তানের জন্ম দেয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ৩ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও ওসিসির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা এজহারভুক্ত করে শনিবার এটি আদালতে পাঠানো হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজন শ্যাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য