সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে সোহান মিয়া (৬) ও বাঁশতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে আফরোজা বেগম (৪)। তারা মামাতো-ফুফাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার দুপুরে সোহান তার মায়ের সঙ্গে নানার বাড়ি বাঁশতলা গ্রামের আহম্মদ আলীর বাড়িতে বেড়াতে যায়। পরে বিকেল ৪টায় সোহান ও আফরোজা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় তারা। পরে বিকেল ৫টায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে বসতবাড়ির পাশের পুকুরে তাদের মৃতদেহ দেখতে পান।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঁশতলা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।