হাতকড়া নিয়ে পালাল আসামি, এসআই বরখাস্ত

হাতকড়া নিয়ে পালাল আসামি, এসআই বরখাস্ত

মাদক কারবারি শাহিন বরগুনা সদর উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শহিদ হোসেনের ছেলে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা ডিবি পুলিশের ওসি আবিদুর রহমান।

তিনি জানান, গত ২৬ জুন রাত ১১টার দিকে মাদক কারবারি শাহিনকে ইয়াবাসহ আটক করে জেলা ডিবি পুলিশ। এ সময় তিনি সুযোগ বুঝে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।

তিনি আরও জানান, পালিয়ে যাওয়া শাহিনকে গ্রেফতারের স্বার্থে বিষয়টি গোপন রাখা হয়েছিল।

স্থানীয় সাত্তার নামে এক ব্যক্তি জানান, মাদক কারবারি শাহিনকে ডিবি পুলিশ প্রায় ৭-৮ হাজার পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ আটক করেছিল।

এ সময় ডিবি তার ঘর তল্লাশি করার সময় আসামি হাতকড়া পরিহিত অবস্থায় কৌশলে পালিয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও এখনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ওসি আবিদুর রহমান জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারি শাহিনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং দায়িত্বে থাকা ওই ডিবি পুলিশের এসআই আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।