পুলিশ পরিদর্শকের ইমো হ্যাক, বিকাশে টাকা দাবি

লক্ষ্মীপুরের রামগতি বড়খেরি নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফেরদৌস আহম্মদের ব্যক্তিগত ইমো আইডি হ্যাকড হয়েছে। হ্যাকার বিভিন্ন নাম্বারে ম্যাসেজ পাঠিয়ে বিকাশে টাকা দাবি করছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেদককেও ইমোতে ম্যাসেজ দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। তবে ইমোতে কল দিলে রিসিভ করেননি। কেটে দিয়ে ব্যস্ততা দেখিয়ে ম্যাসেজ পাঠিয়েছে হ্যাকার।

পরে পুলিশ কর্মকর্তা ফেরদৌসের সরকারি মোবাইল ফোন নাম্বারে কল দিলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

হ্যাকারের ম্যাসেজটি ছিল, ‘জরুরি বিকাশে ২০ হাজার টাকা লাগবে, দিতে পারবে, জানাও একটা ভয়েস করে।’

বড়খেরি নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা ১১টার দিকে আমার ব্যক্তিগত নম্বরের ইমো অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। সেখান থেকে বিভিন্ন নম্বরে মেসেজ পাঠিয়ে বিকাশে টাকা দাবি করছে। সবাইকে অনুরোধ, কেউ টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না। আমি সাইবার ক্রাইম ইউনিটে তথ্য দিয়ে ইমো অ্যাকাউন্টটি উদ্ধারের চেষ্টা করছি।