বাবা-ছেলের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

জামালপুরের সরিষাবাড়ীতে বাবা ও ছেলের মধ্যে বিরোধ মেটাতে গিয়ে ছুড়ে দেওয়া ইটের আঘাতে প্রতিবেশী মেহেরুন নেছা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। রোববার ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের বাবা ফরহাদ আলীর কাছে মোবাইল ফোন দাবি করে ছেলে জিহাদ হাসান। এ ফোন কিনে না দেওয়ায় বাবা ও ছেলের মধ্যে বিরোধ বাধে। এ বিরোধ মিটাতে আসে প্রতিবেশী রইস উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছা। এ সময় রাগে ক্ষোভে বাবাকে লক্ষ্য করে ইট দিয়ে ঢিল ছুড়ে মারে ছেলে জিহাদ। ছুড়ে দেওয়া ইটের আঘাত লাগে মেহেরুন নেছার বুকে। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর জানান, রাতে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।