সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। এ সময় অভিযুক্ত ভাতিজা কিবরিয়া (৩৫) ও তার ছোট ভাই হোসাইনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শনিবার (১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে রহমত আলী (৫৫)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রহমতের সঙ্গে ভাতিজা কিবরিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার দুপুরে বাড়ির সামনে গাছের আগাছা কাটা নিয়ে রহমত ও কিবরিয়ার ঝগড়া শুরু হয়। একপর্যায়ে কিবরিয়ার হাতে থাকা খুনতি দিয়ে রহমতকে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন মিয়া বলেন, শনিবার দুপুরে এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়েছে।
মন্তব্য