সুনামগঞ্জে এক মণ গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের ধর্মপাশায় এক মণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

উপজেলার সদর বাজারের লঞ্চঘাট থেকে সোমবার সকালে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- তুহিন মিয়া (২৮) ও  ফাতেমা আক্তার (২৫)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবার দজনগর গ্রামের বাসিন্দা তুহিন মিয়া ও একই উপজেলার বিঞ্চাহরি গ্রামের ফাতেমা আক্তার দুজনই মাদক ব্যবসায়ী। হবিগঞ্জের মাধবপুর থেকে তারা দুটি লাগেজ ও দুটি কাপড়ের ব্যাগে করে ১৯টি পলিপ্যাকে এক মণ গাঁজা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। খবর পেয়ে সুনামগঞ্জের ধর্মপাশা বাজার লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। 

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এক মণ গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।