সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে মো. খালেদ নূর (৩২) নামের এক যুবক খুন হয়েছে।মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী গ্রামের যুবক খালেদ নূরকে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায় সে। তদন্তের স্বার্থে পুলিশ আটককৃতদের নাম প্রকাশ করছে না।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমদ উল্লাহ ভূঁইয়া বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার বিষয় সম্পর্কে জানা গেছে। তবে এখন এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়িছে।
মন্তব্য