তাহিরপুরে বিদেশি মদের চালানসহ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জের তাহিরপুরে রতন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার জাদুকাটা নদীর ঘাগড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রতন উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, বুধবার রাতে জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে ঘাগড়া খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে বিদেশি মদের চালানসহ রতনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। ওই সময় রতনের হেফাজত থেকে ৩৯ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।