বিদ্যুৎ ফাঁদে হাতি হত্যা, আটক ১

কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেতে বিদ্যুৎ ফাঁদ পেতে বন্যহাতির হত্যার পর মাটিতে পুঁতে ফেলার সময় জমির মালিককে আটক করে মরা হাতিটি উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার রাতের কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জাধীন উখিয়ার রাজাপালং ইউনিয়নের বন এলাকা আবু শামার ঘোনায় ওই হাতি হত্যার ঘটনা ঘটে। ভোর হওয়ার আগেই বনের পাদদেশে হাতিটি পুঁতে ফেলা হয়।

খবর পেয়ে রোববার দুপুরে রাজাপালং ইউনিয়নের ওই বন এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা নাগাদ মাটি সরিয়ে মরা হাতিটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু।  

এ ঘটনায় জমির মালিক আবুল শামাকে আটক করা হয়েছে। তিনি উখিয়ার রাজাপালং পাইন্নাশিয়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।