আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ১৫ জনকে আহতাবস্থায় উদ্ধার করেছেন মেডিকেল কর্মীরা। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার পর মিস্সিউগা এলাকায় ‘বোম্বে ভেল’ রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
গুরুতর আহত তিনজনকে টরোন্টোর সুন্নিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, হুরুনতারিও স্ট্রিট ও ইলিংটন এভিনিউর মাঝামাঝিতে অবস্থিত রেস্টুরেন্টটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়।
তবে কি কারণে এ বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
মন্তব্য