সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদের চালান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কুনাট-ছড়া গ্রামসংলগ্ন জাদুকাটা নদীর তীরে পুলিশ অভিযান চালায়। এ সময় চারটি বস্তা থেকে ৮০ বোতল মদ জব্দ করা হয়।
তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকার জানান, বস্তা খুলে ম্যাগডুয়েলস, অফিসার্স চয়েজ, ব্লু রিবন্ড, রয়্যাল স্ট্যাগসহ বিভিন্ন ব্রান্ডের ৮০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
পুলিশের ধারণা- উপজেলার চাঁনপুর-লাউরগড় সীমান্ত এলাকার সংঘবদ্ধ মাদক চোরাকারবারি চক্র জাদুকাটার নৌপথে উপজেলার বালিজুরী এলাকায় থাকা অপর একদল বিড়ি, গাঁজা, মাদক চোরাকারবারিদের কাছে এগুলো পৌঁছাতেই নদীর তীরে মদের চালানটি রেখে যায়।
মন্তব্য